ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জামানতের টাকা চাইতে গিয়ে মারধরের শিকার চবি শিক্ষার্থী

প্রকাশিত: ০৯:১২, ২২ জানুয়ারি ২০২০

 জামানতের টাকা  চাইতে গিয়ে  মারধরের শিকার  চবি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাড়িওয়ালার কাছে জামানতের টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। মারধরের সময় ওই বাড়ির মালিক তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও প্রদান করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে বাড়িওয়ালার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ৫ দফা দাবিতে প্রক্টরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনিটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্রী থেকে আসছিলেন দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত ‘নিরিবিলি হাউস’ নামের একটি বাড়িতে। এ বাড়ির মালিকের নাম মোঃ নুরুল ইসলাম। ডিসেম্বর মাসে তিনি ওই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় ওঠেন। তখন আগের বাড়ির মালিকের কাছে জামানত হিসেবে রাখা ৪ হাজার টাকা ফেরত চাইলে তিনি ২ হাজার টাকা দিয়ে বাকি টাকা বিশদিন পরে নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার এ ছাত্রী বাকি টাকা ফেরত নিতে গিলে বাড়িওয়ালা তা দিতে অস্বীকার করেন।
×