ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন খালেদা মুক্তি আন্দোলনের হাতিয়ার ॥ ফখরুল

প্রকাশিত: ১১:২৮, ১২ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন খালেদা মুক্তি আন্দোলনের হাতিয়ার ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুই সিটির নির্বাচন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের হাতিয়ার বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতপন্থী ‘সম্মিলিত পেশাজীবী পরিষদ’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মন্ত্রিত্ব ও এমপিত্ব ছেড়ে সিটি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, শুক্রবার খুব দুঃখ করে আপনি বলেছেন, ‘যদি ফখরুল সাহেব নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন তাহলে আমি পারব না কেন।’ আমি বলছি আপনিও ১০০ বার পারবেন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে আসুন একসঙ্গে নির্বাচন করি। দেখেন নির্বাচনের ফল কি হয়? লেট আস ফেইস দ্য চ্যালেঞ্জ। ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে ফখরুল বলেন, আইন বলে আপনি মন্ত্রী বা এমপি থাকলে নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। তাই আপনি মন্ত্রিত্ব এবং এমপিত্ব ছেড়ে নৌকার জন্য আর আমি ধানের শীষের পক্ষে প্রচার চালাই। দেখা যাক জনগণ কোন দিকে থাকে। আজকে একটা কথা পরিষ্কার করে বলতে পারি যে, ক্ষমতা থেকে নেমে এসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। একটা নিরপেক্ষ সরকার বসিয়ে দেন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হোক। সেই নির্বাচনে যদি আপনারা জিতেন মাথা পেতে নেব। কিন্তু আপনারা জানেন সেটা কোনদিন হবে না। সেজন্য কৌশল করে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে তাদের বোকা বানিয়ে আপনারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন। এটা কখনই জনগণ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া আজ গণতন্ত্রের জন্য কারাবরণ করছেন। তাকে বেআইনীভাবে মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। সরকার দেশের সকল রাষ্ট্রযন্ত্রকে দখল করার পাশাপাশি বিচার বিভাগকেও দখল করে নিয়েছে। খালেদা জিয়াকে যে আইনের ধারায় আটক করে রাখা হয়েছে সেই আইনের ধারায় অনেক মানুষকেই জামিন দেয়া হয়েছে, কিন্তু খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। ফখরুল বলেন, নির্বাচন দিচ্ছেন, নির্বাচন নির্বাচন খেলা করছেন আমরা জানি। তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি। কেন যাচ্ছি খুব পরিষ্কার করে বলেছি, আমরা এই নির্বাচনটাকে গণতন্ত্রের মুক্তি ও খালেদা জিয়ার মুক্তির সংগ্রামের আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে নিয়েছি। ফখরুল বলেন, আজ ওয়ান ইলেভেনের দিন যে দিনটি দেশের ইতিহাসে কলঙ্কময় দিন বলে লেখা আছে সেইদিনে সরকার বেআইনীভাবে খালেদা জিয়াকে আটক করে রেখেছে। আর এই দিনে সম্মিলিত পেশাজীবী পরিষদ তাঁর মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করেছে। এ জন্য সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য সিটি নির্বাচনে ইভিএমে ভোট নিতে চাচ্ছে ইসি ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য দুই সিটি নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ইভিএমে ভোট নিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন, ইভিএমে ভোট বন্ধ করতে না পারলে চিরতরে সবাই ভোটাধিকার হারাবেন। তাই এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। প্রয়োজনে রাজপথে আন্দোলন করতে হবে।
×