ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষার বিকল্প নেই ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৩, ১২ জানুয়ারি ২০২০

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষার বিকল্প নেই ॥ এলজিআরডিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ জানুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষকরা জাতি গঠনে ব্যাপক অবদান রাখেন। মেধা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। আগে আমরা অনেক পেছনে ছিলাম। বিদেশীদের কেউ কেউ বলত এদেশে বিনিয়োগ করে কোন লাভ নেই। এখন বাংলাদেশকে নিয়ে বিদেশের নেতারা প্রশংসা করেন। এক সময় এক দেশ আরেক দেশকে দখল করত। আজকের পৃথিবীতে কেউ কাউকে দখল করে না। এখন চলছে মেধার প্রতিযোগিতা। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর সঙ্গে সংযুক্ত হয়ে নিজের ও দেশের উন্নয়ন করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশে আজ শিক্ষা, কৃষি, শিল্প, বিদ্যুত খাতসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। মন্ত্রী শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি। কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান।
×