ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সানাউল হকই হচ্ছেন ডিএসইর এমডি

প্রকাশিত: ০৯:৪০, ৯ জানুয়ারি ২০২০

সানাউল হকই হচ্ছেন ডিএসইর এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিয়ে পরিচালনার পর পূর্ণাঙ্গ এমডি পেতে চলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আলোচিত এই পদে নিয়োগ পেতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক এমডি কাজী সানাউল হক। এর আগে এমডি নিয়োগের উদ্দেশ্য মঙ্গলবার আগ্রহী প্রার্থীদের মধ্যে ৬ জনকে ডাকা হলেও ৪ জন সাক্ষাতকার দেন। এদের মধ্য থেকে ২ জনের নাম সুপারিশ করে পর্ষদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নমিনেশন এ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি)। অভিযোগ রয়েছে, ডিএসইর পরিচালনা পর্ষদের এক প্রভাবশালী সদস্যের পছন্দেই আইসিবির সাবেক এমডি নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। কমিটি দুইজনের নাম বাছাই করলেও মূলত সানাউল হকই ডিএসইর পছন্দের শীর্ষে রয়েছে বলে নির্ভরশীল একটি সূত্র দাবি করেছে। আইসিবির সাবেক ওই এমডিকে ঋণ জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব করার ঘটনাও আছে। তার দায়িত্বরত অবস্থায় ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। শেয়ার ব্যবসায় জড়িত যেসব লোক ঋণ পাওয়ার যোগ্য নন তাদের ঋণ দেয়া, যাকে ২৫ লাখ টাকা ঋণ দেয়ার কথা তাকে কয়েক কোটি টাকা করে ঋণ দেয়ার ঘটনা ঘটে। এসবের মাধ্যমে সরকারের ১৩৭ কোটি টাকা ক্ষতি হয় বলে অনুসন্ধানে বেরিয়ে আসে। ডিএসইর এক কর্মকর্তা বলেন, আইসিবির সাবেক এমডিকে নিয়োগ দিতে ডিএসইর একজন পরিচালক মরিয়া হয়ে উঠেছেন। তিনি ডিএসইর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে নিয়োগ দিতে তিনি স্বতন্ত্র পরিচালকের সঙ্গে যোগাযোগ করছেন। একইসঙ্গে দ্রুততম সময়ে নিয়োগ দেয়ার জন্য আজ বৃহস্পতিবার ডিএসইর পর্ষদ সভা আহ্বানের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে ডিএসইর একাধিক সদস্য বলেন, ডিএসইর এমডি পদে প্রার্থী আইসিবির সাবেক এমডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তার বিষয়ে দুদক তদন্ত করছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক বা না হোক তিনি বিতর্কিত। তারা বলেন, বর্তমানে শেয়ারবাজার একটি ক্রিটিক্যাল সময় পার করছে। এ মুহূর্তে ডিএসইর এমডি হিসেবে একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ দরকার। কারও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ডিএসইর এমডি বাছাই করা ঠিক হবে না। প্রায় ৬ মাস ধরে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়া চলছে ডিএসই। এর আগে দুই দফায় বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য কাউকে পাওয়া যায়নি। এবার তৃতীয় দফায় বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি খোঁজার জন্য মঙ্গলবার সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চলতি বছরের ১১ জুলাই ডিএসইর এমডি পদ শূন্য হয়। ওই পদ পূরণে নতুন এমডির খোঁজে গত ৭ আগস্ট বিজ্ঞপ্তি দেয় ডিএসই কর্তৃপক্ষ। এতে আগ্রহী প্রার্থীদের ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। যেখানে ১৬ জন আবেদন করেছিলেন। তবে ওই ১৬ জনের মধ্যে কাউকেই যোগ্য মনে করেনি ডিএসইর পর্ষদ এবং নমিনেশন এ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি)। এরপরে গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় এমডির খোঁজে বিজ্ঞপ্তি দেয় ডিএসই। এক্ষেত্রে আবেদন করেছিল ৩ জন। অর্থাৎ দুই দফায় ১৯ জন ডিএসইর এমডি পদে নিয়োগের জন্য আবেদন করেছিল। দুই দফায় আবেদনকারীদের মধ্য থেকে গত ২ অক্টোবর ৭ জন প্রার্থীকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়। পরবর্তীতে ৭ জনের মধ্যে ৩ জনকে নিয়ে শর্ট লিস্ট করা হয়। যাদের গত ৬ অক্টোবর ডিএসইর পর্ষদ ডাকে।
×