ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সোলাইমানির মৃত্যুতে শোক পালন করবে না ব্রিটেন ॥ জনসন

প্রকাশিত: ০৯:১২, ৭ জানুয়ারি ২০২০

সোলাইমানির মৃত্যুতে শোক পালন করবে না ব্রিটেন ॥ জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার জানিয়েছেন, শুক্রবার ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের রভেলুশনারি গার্ড বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানির মৃত্যুতে যুক্তরাজ্য শোক প্রকাশ করবে না। তবে তার নিহতের ঘটনায় ব্রিটেন অবশ্যই সংযম প্রকাশ করবে বলেও জানিয়েছেন জনসন। খবর রয়টার্স ও এএফপির। ই-মেইল বার্তায় জনসন বলেন, ওই অঞ্চলে ধ্বংসাত্মক কাজের জন্য কাসেম তার দায় এড়াতে পারেন না। কাসেম সোলাইমানির আগ্রাসন নীতির কারণে হাজার হাজার নিষ্পাপ বেসামরিক মানুষ ও পশ্চিমা কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করতে পারি না। তবে তিনি আরও বলেন, ‘প্রতিহিংসা আরও বেশি সহিংসতাপূর্ণ ও ধ্বংসাত্মক হবে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, তিনি ইতোমধ্যে মধ্যপ্রচ্যের চলমান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যাঞ্জেলর এঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের উত্তেজনা নাশের জন্য আমরা একে অপরে এক সঙ্গে আলোচনা করেছি।’ জনসন আরও জানান, ওই অঞ্চলে ব্রিটিশ কর্মকর্তা ও তার শুভাকাক্সক্ষীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
×