ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ ম্যাচ পরিত্যক্ত

প্রকাশিত: ১৩:০০, ৬ জানুয়ারি ২০২০

 ভারত-শ্রীলঙ্কা  প্রথম টি২০  ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। গুয়াহাটিতে ম্যাচটির টস হলেও বৃষ্টিতে শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। ২০২০ সালের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ ছিল এটি। ম্যাচটি হলো না। এখন সিরিজের দুটি ম্যাচ বাকি আছে। তাতেই সিরিজ নির্ধারণ হবে। সিরিজের দ্বিতীয় টি২০ মঙ্গলবার ইন্দোরে এবং তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি পুনেতে অনুষ্ঠিত হবে। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টস হলেও সোয়া দশটা পর্যন্ত ম্যাচ শুরু করার অপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি আর হয়নি। বৃষ্টিতে পন্ড হয়ে যায় প্রথম টি২০। অবশ্য আউটফিল্ড ঠিক থাকলেও পিচের বেশ কিছু জায়গা হালকা ভেজা থাকায় মূলত ম্যাচটি হয়নি। পিচের যে স্থানগুলো ভেজা থাকে, ব্যাটসম্যান ও বোলারদের জন্য তা বিপজ্জনক হয়ে ধরা দিতে পারে। তাই আর ম্যাচ খেলানো হয়নি। মাঠে অবশ্য দর্শকের কমতি থাকেনি। শেষ পর্যন্ত দর্শক খেলা শুরু হওয়ার অপেক্ষা করে। শেষ পর্যন্ত দর্শকরা হতাশ হয়েই মাঠ ছাড়েন। পাঁচ ওভারের ম্যাচ হলেও তা শুরু হতো সোয়া দশটায়। রাত সাড়ে নয়টায় মাঠ পর্যবেক্ষণ করতে আসেন আম্পায়াররা। মাঠে অনেকটা জায়গা তখন ভিজে থাকে। মাঠ শুকনো করার জন্য মাঠ কর্মীরা প্রচন্ড কাজ করেন। এমনকি হেয়ার ড্রায়ার, আয়রনও নিয়ে আসা হয়। কিন্তু শেষ পর্যন্ত পিচের কয়েকটি স্থান ভিজে থাকায় আর প্রথম টি২০ হলো না। ম্যাচটি পরিত্যক্ত হলো।
×