ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

প্রকাশিত: ১২:৩৯, ৪ জানুয়ারি ২০২০

কাপাসিয়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

গাজীপুর জেলার কাপাসিয়ার তরগাঁওয়ে সাইদ রউফ সিকদার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারের ব্যবস্থাপনা ও পরিচালনায় বিএসএমএমইউর অভিজ্ঞ চিকিৎসকগণ ব্যবস্থাপত্র দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। বিকেলে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রীপার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ১৭ কোটি বাঙালীর মাঝে নতুন উদ্দীপনায় ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও ছিন্নমূল মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া মুক্তিযুদ্ধের পক্ষের সচেতন মানুষের কর্তব্য। বীর মুক্তিযোদ্ধা এম এ গনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, সজিব ও আসাদুজ্জমান সুজন। -বিজ্ঞপ্তি
×