ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘সোনার বাংলা’ মিউজিক্যাল ফিল্মের প্রদর্শনী ও গুণীজন সম্মাননা

প্রকাশিত: ১২:১৭, ৪ জানুয়ারি ২০২০

‘সোনার বাংলা’ মিউজিক্যাল ফিল্মের প্রদর্শনী ও গুণীজন সম্মাননা

সংস্কৃতি ডেস্ক ॥ ইংরেজী নতুন বছরের প্রথম দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ালোক মিডিয়া স্টেশন। এদিন তারেক মাহমুদ রচিত ও পরিচালিত, সদ্যপ্রয়াত বাসুদেব ঘোষের সুর, সঙ্গীত ও কণ্ঠে গীত ‘সোনার বাংলা’ মিউজিক্যাল ফিল্মের উদ্বোধনী প্রদর্শনী, ‘জন্মশতবর্ষের অঙ্গীকার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং প্রামাণ্যচিত্রের ভূমিক’ শীর্ষক আলোচনা’ ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি ফালগুনী হামিদ, টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জমান সেলিম। স্বাগত বক্তব্য রাখেন ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রধান নির্বাহী এবং নির্মাতা তারেক মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেনÑ টেলিভিশন উপস্থাপক খন্দকার ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এর আগে আলোচনার শুরুতে সদ্য প্রয়াত সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় চিত্রনায়িকা নতুন যাদুশিল্পী উলফাৎ কবীর, সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ, নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন, নাট্যকার মজিবুর রহমান মনজু, সমাজসেবক ফেরদৌস আহমেদ রাজু, রহুল আমিন বিশ্বাস রানা, নাট্য ব্যক্তিত্ব ড. চঞ্চল সৈকত, অভিনেত্রী সুমনা সোমা, সৈয়দা শামছি আরা সায়েকা, উপস্থাপক শরীফ তালুকদার এবং বিনোদন সাংবাদিক সাজু আহমেদ’কে।
×