ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিদান’

প্রকাশিত: ১১:৫৫, ২ জানুয়ারি ২০২০

মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিদান’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে ‘প্রতিদান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শূটিং শেষ হয়েছে। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়েল তন্ময়। চিত্রগ্রহণে হাসান। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারুফ সরকার, খুশি, সুমন খান সানি, আখি মনি, তুবা, মিলন, রফিকুল ইসলাম প্রমুখ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোঃ সাজিদ ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনায়েত হোসেন। পরিচালক রিয়েল তন্ময় বলেন, অসাধারণ একটি গল্প। গল্প নিয়ে নির্মাতা হিসেবে আমার কিছুই এখন বলার নেই। আমার কথা আমি এই চলচ্চিত্রের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি। আশাকরি সবাই চলচ্চিত্রটি দেখলেই বুঝতে পারবেন। কেউ নিরাশ হবেন না। অসহায় এক ছেলের প্রতি নির্মম অত্যাচার ও তার ভালবাসা বিসর্জনের এক করুণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এত অত্যাচারের পরও একটি মানুষ তার বিবেকের তাড়নায় কৃতজ্ঞতা স্বরূপ তার সকল কষ্ট ভুলে প্রতিদান দিয়ে যায়। শীঘ্রই এটি নববার্তা ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।
×