ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণভবনে অবৈধ প্রবেশের চেষ্টা ॥ যুবকের বিচার শুরু

প্রকাশিত: ১১:২৪, ২ জানুয়ারি ২০২০

গণভবনে অবৈধ প্রবেশের চেষ্টা ॥ যুবকের বিচার শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ অবৈধভাবে গণভবনে প্রবেশের চেষ্টার ঘটনায় এস এম রায়হান কবির নামে এক যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ৩৫ বছর বয়সী রায়হান নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাওহীদের সদস্য বলে পুলিশের অভিযোগ। তবে তার পরিবারের দাবি, রায়হান মানসিক রোগী। খবর বিডিনিউজের। ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান বুধবার রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন। এ ট্রাইব্যুনালের সহকারী পেশকার রুহুল আমিন বলেন, এদিন আদালতে শুনানিতে রায়হানের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। রায়হানের বিরুদ্ধে মামলায় বলা হয়, ২০১৮ সালের ১৪ নবেম্বর রাত আড়াইটার সময় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত গণভবনের দুই নম্বর প্রবেশ পথে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের না বলে চতুরতা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন রায়হান। ধরা পড়ার পর দায়িত্বরত পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের জিজ্ঞাসাবাদে রায়হান বলেন, তিনি হিযবুত তাওহীদের সঙ্গে যুক্ত।
×