ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০১৯ সালে সিকিউরিটিজের দাম কমেছে ১২ শতাংশ

প্রকাশিত: ০৮:৫৫, ১ জানুয়ারি ২০২০

২০১৯ সালে সিকিউরিটিজের দাম কমেছে ১২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিকিউরিটিজের দাম (বাজার মূলধন) কমেছে ৪৭ হাজার ৭৪৪ কোটি টাকা বা ১২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ কোটি টাকা বাজার মূলধন নিয়ে ২০১৯ সালের যাত্রা শুরু করে। বছর শেষে এই বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৫১ কোটি টাকায়। অর্থাৎ বাজার মূলধন কমেছে ৪৭ হাজার ৭৪৪ কোটি টাকা বা ১২ শতাংশ। ২০১৯ সালে ডিএসইর বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ২১ হাজার কোটি টাকায় উন্নিত হয়েছিল। আর সর্বনিম্ন হয়েছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি। এদিকে ২০১৯ সালে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ১ লাখ ৩৩ হাজার ৫৯১ কোটি ৩৩ লাখ টাকা। এ হিসাবে ২০১৯ সালে লেনদেন কমেছে ১৯ হাজার ৭৬৯ কোটি ৪৫ কোটি টাকা বা ১৪.৮০ শতাংশ কম। ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৪৮০ কোটি ২৬ লাখ টাকা। যার পরিমাণ ২০১৮ সালের ২৪২ কার্যদিবসে ছিল ৫৫২ কোটি ০৩ লাখ টাকা। লেনদেনের পাশাপাশি ডিএসইর মূল্যসূচকেও পতন হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) চলতি বছরে ৯৩২.৭১ পয়েন্ট বা ১৭.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫২.৯৩ পয়েন্টে। ২০১৯ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৫,৯৫০.০১ পয়েন্টে উন্নিত হয় এবং সর্বনিম্ন হয়েছিল ৪ হাজার ৪১৭.৯৫ পয়েন্ট।
×