ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বচ্ছ রাজনীতি করব ॥ জিএম কাদের

প্রকাশিত: ১১:৪০, ২২ ডিসেম্বর ২০১৯

স্বচ্ছ রাজনীতি করব ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে নতুন ধারার রাজনীতি করতে হবে। গতানুগতিক ধারার রাজনীতির বাইরে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতি করব আমরা। নবম মেয়াদে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান। এছাড়া দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান। শনিবার বনানীতে দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়ে যারা আগামী দিনের রাজনীতিতে নেতৃত্ব দেবেন তাদের আগাম অভিনন্দন। জাপা চেয়ারম্যানের অফিস মিলনায়তনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি বলেন, বর্তমান রাস্তবতায় রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে। আমরা এই ধারার বাইরে রাজনীতি করব। যারা টাকা লগ্নি করে, ব্যবসায়ী মনোবৃত্তি থেকে আবার সেই টাকা উত্তোলনের জন্য রাজনীতি করতে চায়, জাতীয় পার্টিতে তাদের স্থান হবে না। জাতীয় পার্টিতে যারা ত্যাগী, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে ২৮ ডিসেম্বরের জাতীয় সম্মেলনে। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু প্রমুখ।
×