ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ফ্রিতে বাড়ি করে দেব’

প্রকাশিত: ১০:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৯

‘ফ্রিতে বাড়ি করে দেব’

ব্রিটেনের সাসেক্সের স্টিভ থমসনের ভাগ্য ক্রিসমাসের আগেই খুলে গেছে। লটারিতে তিনি জিতেছেন ১০ কোটি ৫০ লাখ ইউরো। লটারি জিতে কোটিপতি হওয়ার পর নিজের কাজ বন্ধ করেননি বরং গ্রাহকদের জন্য খুশির খবর দিয়েছেন পেশায় রাজমিস্ত্রি থমসন। কোটিপতি হওয়ার পর গ্রাহকদের বিনামূল্যে বাড়ি তৈরি করে দেয়ার কথা জানিয়েছেন তিনি। থমসন লটারি জিতে সম্প্রতি শেষ করেছেন তার এক প্রতিবেশীর বাড়ি তৈরির কাজ। তবে সেই কাজের জন্য কোন অর্থ নেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক থমসনের ওই প্রতিবেশী ব্রিটিশ এক সংবাদ মাধ্যমকে বলেছেন, আমার বাড়ি তৈরির পর কোন মজুরি নেননি তিনি। প্রচুর অর্থ জেতার পরও খুবই সাধারণ রয়েছেন তিনি। গত ২৫ বছর ধরে লটারি কিনতে থাকেন থমসন। স্ত্রী লেঙ্কা ছাড়াও তার তিন সন্তান রয়েছে। তবে তিনি লটারি জেতার পর কাজ ছেড়ে দিয়েছেন লেঙ্কা। বদলে নিজেদের বাড়ির কাছে দোকান খুলে শুরু করেছেন ব্যবসা। -ইন্ডিপেন্ডেন্ট
×