ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এমএসপি মিয়া জয়নুল আবেদীন আর নেই

প্রকাশিত: ১১:১১, ১৮ ডিসেম্বর ২০১৯

এমএসপি মিয়া জয়নুল আবেদীন আর নেই

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ১৩ মিনিটে মৃত্যুবরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন, মেজর জেনারেল আবেদীন বীর বিক্রমের বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয় জয়নুল আবেদীন। তিনি ’১১ সালের নবেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের (এমএসপি) দায়িত্ব পালন করে আসছিলেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের শোক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ শোক জানান তিনি। এছাড়া শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। জয়নুল আবেদীনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২৮ নবেম্বর থেকে। এর আগে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের মহাপরিচালকও ছিলেন তিনি। মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করা এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশেষ নিরাপত্তা ফোর্স-এসএসএফ এর মহাপরিচালকের দায়িত্ব পান। পরে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদে আসেন। জয়নুল আবেদীন স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার মরদেহ দেশে আসবে বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানান। বিভিন্ন মহলের শোক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তারা আরও বলেন, মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ছিলেন একজন সৎ, মেধাবী, চৌকস ও দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাকে হারাল। তার কর্মজীবনের কৃতিত্ব ও অবদানের কথা দেশ ও জাতি আজীবন সশ্রদ্ধচিত্তে স্মরণে রাখবে। বিবৃতি পাঠিয়ে শোক প্রকাশ করেছেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।
×