ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অবসর ভেঙ্গে ফিরছেন ডি ভিলিয়ার্স!

প্রকাশিত: ১০:২১, ১৮ ডিসেম্বর ২০১৯

অবসর ভেঙ্গে ফিরছেন ডি ভিলিয়ার্স!

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। টিম ডিরেক্টর করা হয়েছে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। আরেক গ্রেট মার্ক বাউচার ফিরেছেন প্রধান কোচ হয়ে। ফিরেই তিনি জানিয়েছিলেন, ২০২০ বিশ্বকাপের দলে পরিবর্তন যেমন থাকবে তেমনি থাকবে তারকা ক্রিকেটারদেরও ফেরানোর চেষ্টা। ২০১৮’র মাঝামাঝি হঠাৎই অবসরে যাওয়া তুখোড় এবি ডি ভিলিয়ার্সের ব্যাপারে তার আগ্রহটা প্রবল। তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টার কথা বলেন বাউচার। দু’দিনের মাথায় বর্তমান অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস জানালেন ২০২০ টি২০ বিশ্বকাপে খেলতে পারেন ডি ভিরিয়ার্স। ‘লোকজন চায় এবি আবার খেলুক, আমিও এর বাইরে নই। এরই মধ্যে আমাদের আলোচনা শুরু হয়ে গেছে, দুই-তিন মাস হলো কথা হচ্ছে আমাদের।’ ফ্যাফ আরও যোগ করেন, ‘টি২০ অন্য ধাঁচের। এই ফর্মেটের জন্য দেশের বাইরে বেশি সময় থাকতে হয় না। হ্যাঁ, টেস্ট ক্রিকেট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও মনে রাখতে হবে টি২০ বিশ্বকাপ খুব দূরে নয়। আমার মনে হয় পুরো মৌসুমজুড়ে আমি ২০টি টি২০ খেলি, যেখানে মোটেও কাজের চাপ বেশি নয়। আমাদের আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। আমি আশাবাদী তাকে নিয়েই আমরা টি২০ বিশ্বকাপে যেতে পারব। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য সেটা হবে দারুণ ব্যাপার।’ এ সপ্তাহেই প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাউচার। টি২০ বিশ্বকাপের দশ মাসও বাকি নেই। তার আগেই দেশের সেরা ক্রিকেটারদের মাঠে ফেরাতে চান তিনি, ‘আপনি যখন বিশ্বকাপে খেলতে যাবেন অবশ্যই চাইবেন আপনার সেরা খেলোয়াড় খেলুক। আমার অনুভব, এবি আমাদের সেরা খেলোয়াড়। তাহলে কেন তার সঙ্গে কথা বলব না? আমাকে আমার কাজ করতে হবে। আমি ডি ভিলিয়ার্সসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলব। দেখা যাক কি হয়।’ কাজের ?চাপ কমিয়ে পরিবারকে সময় দিতে গত বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী ডি ভিলিয়ার্স। যদিও ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ শুরুর আগে অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি অধিনায়ক ডুপ্লেসিস ও নির্বাচকদের কাছে। যদিও নির্বাচকরা ততদিনে তাদের বিশ্বকাপ দল নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করে ফেলায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে আমলে নেননি।
×