ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাতা পুনর্বহালে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৯:২৪, ১৬ ডিসেম্বর ২০১৯

 ভাতা পুনর্বহালে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের ছয় মুক্তিযোদ্ধার ভাতা সুবিধা পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সারাদেশের ৪৭ হাজার গ্রাম পুলিশকে সরকারী চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা দিয়ে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকারী চাকরিজীবীদের সাময়িক বরখাস্ত করা সংক্রান্ত সরকারী চাকরি আইন-২০১৮’ এর ৩৯(১) ধারা কেন অবৈধ, সংবিধান পরিপন্থী ও বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ডেসটিনির ৩৫ লাখ গাছ ছাগলে খেয়ে গেছে বলে আদালতকে জানিয়েছেন তাদের আইনজীবী। মানবপাচারের অভিযোগে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং এ বিষয়ে করা মামলা তদারকি করতে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
×