ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএসসি সচিবালয়ে বিজয় দিবসের আলোচনা

প্রকাশিত: ০৯:২২, ১৬ ডিসেম্বর ২০১৯

পিএসসি সচিবালয়ে বিজয় দিবসের আলোচনা

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে রবিবার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহান মুক্তিযুদ্ধে প্রজাতন্ত্রের শহীদ কর্মকর্তা/কর্মচারীদের স্মরণে কমিশন চত্বরে নির্মিত মৃত্যুঞ্জয়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে কমিশনের সকল কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ সচিবালয়ের ’৭১ মিলনায়তনে’ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এই অসাধারণ সময়ে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় মনোলোক সমৃদ্ধ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশন সচিবালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।- বিজ্ঞপ্তি
×