ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী জেলা আ’লীগের বর্ণাঢ্য সম্মেলন

এক প্যান্ডেলেই গৌরবগাথা ইতিহাসের খন্ডচিত্র, শেখ হাসিনার অর্জন

প্রকাশিত: ০৯:১১, ৯ ডিসেম্বর ২০১৯

  এক প্যান্ডেলেই গৌরবগাথা ইতিহাসের খন্ডচিত্র, শেখ হাসিনার অর্জন

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে এবার স্থান পেয়েছে দলটির গৌরবময় ইতিহাস। রবিবার নগরীর তেরখাদিয়ার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের বিশাল মাঠজুড়ে সম্মেলন স্থলের পাশেই স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’ নামের বিশাল প্যান্ডেল। সেখানে তুলে ধরা হয়েছে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সংগ্রাম ও প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসের খন্ডচিত্র। আলাদা কর্নারে স্থান পেয়েছে ১৯২৫ থেকে ১৯৭৫ পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট। একই প্যান্ডেলে আওয়ামী সরকারের অর্জনসমূহ তুলে ধরা হয়েছে থরে থরে। সম্মেলনে আসা দলীয় নেতাকর্মীরা সেই কর্নারেও ‘ঢুঁ’ মারছেন। অনেকে অবাক চিত্তে চেয়ে দেখছেন। অনেকে পড়ছেন গৌরবগাথা আওয়ামী লীগের সংগ্রামী ইতিহাসের খন্ডচিত্র। বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, দলের গৌরবগাথা ইতিহাস আর বর্তমান সরকারের অর্জন সম্পর্কে ধারণা দিতেই এ কর্নারের আয়োজন। তাই সবাই একবার হলেও এ কর্নারে এসে জানছেন আওয়ামী লীগের সংগ্রামী পথচলা ও বঙ্গবন্ধুর জীবনালেখ্য। মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের ইতিহাস জেনে আপ্লুত হচ্ছেন তরুণ প্রজন্ম। কর্নারে স্থান পেয়েছে জাতীয় চার নেতার জীবন সংগ্রামের ইতিহাসও। এছাড়া ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা আন্দোলন, ঐতিহাসিক ৭ই মার্চের জাতির জনকের ভাষণ থেকে শুরু করে গৌরবগাথা ইতিহাস সন্নিবেশিত করা হয়েছে এ কর্নারে। সম্মেলনে আসা নেতাকর্মীরা এসব দেখে এক নিমিষেই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সংগ্রাম থেকে শুরু করে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসের পাশাপাশি উন্নয়ন চিত্র সম্পর্কে জানতে পারছেন। কর্নারের এক অংশে প্রদর্শন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ সরকারের অর্জন ও উন্নয়ন কর্মকা-ের চিত্র ও বর্ণনা। প্রায় ৭০ বছরের আওয়ামী লীগের গৌরবময় অর্জনও তুলে ধরা হয়েছে সুচারুরূপে। দীর্ঘ উত্থান-পতনের ধারাবাহিকতায় দলটি এখন ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শাসনক্ষমতায় আছে। এই সময়ের অর্জনসমূহও সন্নিবেশিত হয়েছে বঙ্গবন্ধু কর্নারে। ১৯৬৯ সালের গণঅভ্যুূত্থানে আওয়ামী লীগের ভূমিকা, আওয়ামী লীগকে বৃহৎ রাজনৈতিক দলে পরিণত করে শেখ মুজিবর রহমান পরিণত হন দলের অবিসংবাদিত নেতায়। এর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলা, শেখ মুজিবের আকাশচুম্বি জনপ্রিয়তা ও অর্জনও তুলে ধরা হয়েছে এ কর্নারে। দীর্ঘ একুশ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থাকার পর আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় আসে ১৯৯৬ সালে। তার আগে অবশ্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটি আন্দোলন করে সফলতা পায় দলটি। এরপর আরেক দফায় ক্ষমতার বাইরে থাকার পর ২০০৯ সালে আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, যে মেয়াদে তাদের সংবিধানে সংশোধনী এনে নিজেদের আন্দোলনের মাধ্যমে পাওয়া সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় দলটি। এসবের পাশাপাশি শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতির উন্নয়নের চাকা ঘুরিয়ে দিয়ে সমালোচক দেশগুলোরও প্রশংসা অর্জন করেছেন। বিশ্বব্যাংকও এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে। বাংলাদেশ এখন বহির্বিশ্বে একটি আলোচিত দেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এ দেশটির গুরুত্ব এখন স্বীকৃত। এসব তুলে ধরা হয়েছে সমাবেশের কর্নারে।
×