ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্র স্বাক্ষর হত্যা মামলার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ১১:৪৯, ২৪ নভেম্বর ২০১৯

কলেজছাত্র স্বাক্ষর হত্যা মামলার দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কলেজছাত্র ফারহান ইসরাক স্বাক্ষর হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিচার চান তার পরিবার। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য রয়েছে। বাদী পক্ষের আইনজীবী বলছেন, এ মামলায় অবশ্যই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত হবে। তবে আসামিরা সবাই জামিনে থাকায় স্বাক্ষরের পরিবারকে ইতোমধ্যেই মামলা তুলে নিয়ে মিটমাট করতে বলা হয়েছে। এ নিয়ে হুমকির মুখে রয়েছেন তারা। স্বাক্ষরের বাবা মোস্তফা কামাল বাবলু বলেন, আদালত কেন মামলার তারিখ দিতে দেরি করছে তা বোধগম্য নয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আবেদন করেও ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের জন্য তিনি মামলাটি দ্র্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আসামিরা জামিনে থাকার কারণে অজ্ঞাত নাম্বার থেকে হত্যাকা-ের বিষয়টি আইনী প্রক্রিয়া থেকে তুলে নিয়ে মিটমাটের জন্য ফোন দেয়া হয়েছে। ২০১৬ সালের ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কলেজে যাওয়ার পথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা স্বাক্ষরকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। স্বাক্ষর রুয়েট ক্যাম্পাসে অবস্থিত রাজশাহী অগ্রণী ব্যাংক স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
×