ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪৬ রেলযাত্রীর সাজা

প্রকাশিত: ০৯:১৮, ২২ নভেম্বর ২০১৯

১৪৬ রেলযাত্রীর সাজা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিনা টিকেটে ভ্রমণের দায়ে ১৪৬ ট্রেনযাত্রীকে সাজা প্রদান করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার রাত পর্যন্ত পরিচালিত হয় এ অভিযান। জানা গেছে, ৫টি ট্রেনে যাত্রীদের টিকেট চেক করতে গিয়ে ধরা পড়ে ১৪৬ বিনা টিকেটী যাত্রী। যাত্রীরা মহানগর গৌধূলী, সোনার বাংলা এক্সপ্রেস, ৭০২ নম্বর ট্রেন, ৭২০ নম্বর ট্রেন এবং ৭২১ নম্বর ট্রেনে ভ্রমণ করছিল। এর মধ্যে গৌধূলীতে ৬৬, সোনার বাংলায় ২৯ ও ৭০২ নম্বর ট্রেনে ৫১ যাত্রী টিকেট ছাড়াই উঠেছিল। রেল কর্মকর্তা আনসার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এ যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়। দুর্নীতিবিরোধী মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সম্মিলিত দুর্নীতিবিরোধী জোটের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইসময়ে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিসের সামনেও দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তরা খুলনাকে দুর্নীতিমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা সম্মিলিত দুর্নীতিবিরোধী জোটের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুল হক খান প্রমুখ।
×