ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:২৮, ২০ নভেম্বর ২০১৯

বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় মঙ্গলবার দুপুরে রেলের ভূমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা রেলের নিয়ম না মেনে অবৈধভাবে নির্মিত হয়। কোন স্থাপনা টেন্ডারের মাধ্যমে বরাদ্দ পাওয়ার পর দীর্ঘদিনেও অর্থ পরিশোধ না করায় তা তামাদি হয়ে যায়। এই স্থাপনাগুলোও ভেঙ্গে দেয়া হয়। বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ ম-লের নেতৃত্বে পুলিশ ও রেলের ভূ-সম্পত্তি বিভাগের উর্ধতন কর্মকর্তা ও প্রকৌশলী উচ্ছেদ অভিযানে অংশ নেন। রেলের পশ্চিমাঞ্চল জোনের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম জানান, বগুড়া রেল স্টেশনের পশ্চিম ধারে সেউজগাড়ি এলাকায় রেলের একটি ব্লকে রাস্তার নিকটে দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে স্থাপনা গড়ে তোলা হয়। যার বেশিরভাগ দোকান। এসব স্থাপনা রেলের মাস্টারপ্লান অনুযায়ী নির্মিত হয়নি। এ ধরনের স্থাপনা রয়েছে ৩৬৫টি। একসেভেটরে দোকানগুলো গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় টেন্ডার দাখিল করে বরাদ্দ পাওয়া জায়গার কয়েক ব্যক্তি উপস্থিত হলে তারা বরাদ্দের অর্থ পরিশোধের কোন প্রমাণপত্র দেখাতে পারেননি। রেলের লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজোয়ানুল হক জানান, রেলের ভূমি লিজ দিয়ে রেলের নক্সা (মাস্টার প্লান) অনুযায়ী নির্মাণ করা হবে। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, রেলওয়ের চলমান উচ্ছেদ অভিযানে গত দু’দিনে প্রায় ৫শ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবারে অভিযানের সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চত্বরের সামনে ও মালগুদাম এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলেল অফিসসহ ছোট বড় প্রায় ৫শ’ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। বাদ যায়নি রেলওয়ে জামে মসজিদের আয়ের প্রধান উৎস সামনের দোকানপাটও। মসজিদ কমিটির সদস্যরা এসব দোকানপাট রক্ষার দাবি জানিয়ে আসছিলেন। সোমবার দুপুর থেকে এই অভিযান শুরু করা হয়। ঢাকা থেকে আসা রেলওয়ের ভূ-সম্পদ বিভাগসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে এই অভিযান চলে। জানা গেছে, অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় নিজেদের উদ্যোগে রেল স্টেশন এলাকার আশপাশসহ কেওয়াটখালি, বলাশপুর, বাঘমারা লেভেল ক্রসিং, মালগুদাম, ব্রাহ্মপল্লী ও মিন্টু কলেজ লেভেল ক্রসিং এলাকার ছোট বড় অন্তত এক হাজারের বেশি স্থাপনা ভেঙ্গে মালামাল সরিয়ে নেয়া হয়।
×