ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে অপহৃত রাজমিস্ত্রি গাজীপুর থেকে উদ্ধার

প্রকাশিত: ১২:০২, ১৭ নভেম্বর ২০১৯

রাজধানীতে অপহৃত রাজমিস্ত্রি গাজীপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিপণের দাবিতে রাজধানী থেকে অপহরণের তিন দিন পর শনিবার এক রাজমিস্ত্রিকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বিকেলে র‌্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। র‌্যাব-১- এর ওই কোম্পানি কমান্ডার জানান, নেত্রকোনা জেলার পূর্বধলার এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে রাজমিস্ত্রি মোঃ জয়নাল আবেদীন (৪৫) বুধবার ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকাল ১০টার দিকে তিনি কমলাপুর রেলস্টেশনে পৌঁছলে ৪/৫ জন অপহরণকারী তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। জয়নাল বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সন্ধান না পেয়ে স্বজনরা কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা জয়নালের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহরণকারীরা জয়নালকে হত্যার হুমকি দিয়ে অপহৃতের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় অপহৃত জয়নালকে উদ্ধারের সহযোগিতা চেয়ে তার স্বজনরা গাজীপুরের পোড়াবাড়ীর র‌্যাব-১ এর ক্যাম্পে অভিযোগ করেন। বিষয়টি অবহিত হয়ে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে। র‌্যাব কর্মকর্তা আরও জানান, অপহরণের তিন দিন পর শনিবার অপহরণকারীরা গাজীপুরের সালনা এলাকায় মুক্তিপণের টাকা নিতে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১-এর সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃতকে নিয়ে অপহরণকারীরা গাড়িযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গাড়ির পিছু নেয়। একপর্যায়ে অপহরণকারীরা জয়নালকে সালনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে জয়নালকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে র‌্যাব-১ সদস্যরা। বনানী রেললাইন থেকে শিশুর মরদেহ উদ্ধার ॥ রাজধানীর বনানীতে রেললাইন থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মিরপুর-১ শাহআলী থানা এলাকায় একটি ট্রাক থেকে তিন শ’ ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বনানীতে রেললাইন থেকে অজ্ঞাত এক ছেলে শিশুর (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, শুক্রবার রাতে বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রেললাইনে ওই মরদেহটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে পথশিশু ছিল। রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার ॥ শাহআলীতে একটি ট্রাক থেকে তিন শ‘ ৪৫ বোতল ফেন্সিডিলসহ কিয়ামত আলী (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহআলীর তুরাগ সিটি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মিনি ট্রাক বেরিকেড দিয়ে তল্লাশি শুরু করে। এ সময় মিনি ট্রাকের ড্রাইভার এর সিটের নিচ থেকে ৩৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তখন ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কিয়ামত জানান, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার শাহআলী, দারুস সালাম ও গাবতলীর বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে আসছে সে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×