ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রথম দিনেই জমজমাট আয়কর মেলা

প্রকাশিত: ১২:৩৪, ১৫ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে প্রথম দিনেই জমজমাট আয়কর মেলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে শুরুতেই জমজমাট আয়কর মেলা। বৃহস্পতিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী এ মেলা শুরু হয়। গত কয়েকবছরের ধারাবাহিকতায় এবারও আয়কর মেলাকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। ধীরে ধীরে দূর হচ্ছে মানুষের আয়কর ভীতি। ফলে সুবিশাল মেলাঙ্গনে দেখা যায় উৎসাহীদের ভিড়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া। চসিক মেয়র বলেন, দেশের উন্নয়নের জন্যই কর প্রদান করতে হবে। কর দিয়ে কেউ গরিব হয় না। এতে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হয়। অনেকেরই কর প্রদানের আগ্রহ থাকলেও মানুষের মধ্যে এক ধরনের ভীতি ছিল। জনমনে বিভ্রান্তি ছিল। ভীতি ও বিভ্রান্তি দূর করতেই এই আয়কর মেলা। তিনি বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বপ্ন ও আকাক্সক্ষা অনেক। বাংলাদেশকে হতদরিদ্র ও তলাবিহীন ঝুড়ির দেশ বলা হত। কিন্তু এখন বিদেশীরাই বলছে, আমরা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিক বিস্ময়ের দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন আমন্ত্রণ করে বিভিন্ন ফোরামে নিয়ে যাওয়া হয় অভিজ্ঞতা তুলে ধরতে। তিনি বলেন, রাজনীতিতে অনেক দল থাকবে। কিন্তু উন্নয়নের জন্য সকলেরই দেশপ্রেম থাকতে হবে। শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতার মানসিকতা দূর করতে হবে। এনবিআর সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া বলেন, ধারাবাহিকভাবে আয়কর মেলার কারণে দেশে কর সংস্কৃতি গড়ে উঠছে। কর বিভাগের সঙ্গে স্টেকহোল্ডারদের দূরত্ব কমছে, সম্প্রীতির বন্ধন দৃঢ় হচ্ছে। করদাতারা মেলায় এসে কর পরিশোধ করতে পারছেন, জেনে নিতে পারছেন কর প্রদানের নিয়ম। চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে আগামী ২০ নবেম্বর পর্যন্ত চলবে আয়কর মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।
×