ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় আগামীকাল প্রেসিডেন্ট নির্বাচন

প্রকাশিত: ১২:২৬, ১৫ নভেম্বর ২০১৯

শ্রীলঙ্কায় আগামীকাল প্রেসিডেন্ট নির্বাচন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন শনিবার। এ নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের (ইউএনএফ) প্রার্থী সাজিথ প্রেমাদাসা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবাইয়া রাজাপাকসের মধ্যে। বুধবার নির্বাচনী প্রচার শেষ হয়। এদিন হোমাগামা শহরে র‌্যালি করেছেন রাজাপাকসে। অন্যদিকে রাজধানী কলম্বোতে র‌্যালি শেষ করেছেন প্রেমাদাসা। মাঠে রয়েছেন মোট ৩৫ জন প্রর্থী। কিন্তু তাদের মধ্যে দু’জন- মিলরয় ফার্নান্দো এবং ড. আই. এম ইলিয়াস প্রকাশ্যে সমর্থন দিয়েছেন প্রেমাদাসাকে। প্রেমাদাসাকে ভোট দেয়ার জন্য এই দু’প্রার্থী সমর্থকদের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় প্রচারের শেষ দিনে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এপি। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া সব প্রার্থীকে নিয়ে বৃহস্পতিবার বৈঠকে করেছেন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের ব্রিফ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ভোট গণনা ও ফল ঘোষণাও। প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন রকম প্রচারণামূলক কর্মকা- না চালাতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সেখানে ভাংচুর ও আইন লঙ্ঘনের ৩৭২৯টি অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ২৭টি অভিযোগ সহিংসতা সংক্রান্ত। আর ৩৭৯৬ টি অভিযোগ করা হয়েছে নির্বাচনী আইন লঙ্ঘনের। এসব অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন রাজাগিরিয়াতে অবস্থিত নির্বাচন সচিবালয় ও সব জেলা অফিসে অভিযোগ শাখা স্থাপন করেছে। ওদিকে গোটাবাইয়ার আইনী প্রধান উপদেষ্টা আলি সাব্র্রি বলেছেন, গোটাবাইয়ার প্রমাণিত যে সুখ্যাতি রয়েছে তা-ই তার জয়ে সহায়তা করবে। শ্রীলঙ্কা থেকে সন্ত্রাস নির্মূলের দাবিদার গোটাবাইয়া। অন্যদিকে প্রেমাদাসার রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাথ বাথিউদ্দিন। তার প্রত্যাশা নির্বাচনে বিজয়ী হতে পারেন প্রেমাদাসা। অল সাইলন মাক্কাল কংগ্রেসের নেতা রিশাথ বাথিউদ্দিন। তিনি বলেছেন, মুসলিমদের মোট ভোটের শতকরা ৯৫ ভাগ ভোট পাবেন প্রেমাদাসা। অন্যদিকে সংখ্যাগুরু তামিলদের ভোট তো আছেই। একই রকম কথা বলেছেন ন্যাশনাল ইউনিটি এ্যালায়েন্সের নেতা আজাদ স্যালি।
×