ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে বড় পতনে লেনদেনও কমল

প্রকাশিত: ০৮:৫৮, ১৪ নভেম্বর ২০১৯

শেয়ারবাজারে বড় পতনে লেনদেনও কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ছোট-বড় মূলধনী সব ধরনের কোম্পানির দর কমেছে। একইসঙ্গে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে আগের তুলনায় মুনাফা কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ডিএসইতে সিটি ব্যাংকের ক্লিয়ারিংয়ের জটিলতার কারণে বুধবার পর্যন্ত বিনিয়োগকারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে মঙ্গলবারে প্রায় ৫০টির সেটেলমেন্টে সমস্যা হয়। সেটেলমেন্টে সমস্যা হলে পরবর্তী দিনে শেয়ার কেনাবেচার সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা নিজ নিজ হাউসে অবস্থান করেন। পরে রাত ১১টার পরে সেটেলমেন্ট শেষ করে তারা কর্মস্থল ত্যাগ করেন্য। তারা সেটেলমেন্ট সমস্যার কারণে ডিএসইর মার্কেট অপারেশনকে দায়ী করেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৫৪ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৯২ কোটি ৫০ লাখ টাকা। ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
×