ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘ওকে বুমার’

প্রকাশিত: ০৮:৫৯, ৮ নভেম্বর ২০১৯

 ‘ওকে বুমার’

নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী গ্রীন পার্টির এমপি ক্লো সোয়ারব্রিক বুধবার পার্লামেন্টে জিরো কার্বন বিলের ওপর বক্তৃতা করছিলেন। লক্ষ্য ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা। এ সময় এক বয়স্ক এমপি তাকে বাধা দেয়ার চেষ্টা করেন। উপস্থিত বুদ্ধির জোরে তিনি তাকে ‘ওকে বুমার’ বলে থামিয়ে দেন। কথাটি সাধারণত শিশুদের বিরক্তিকর আচরণ থামানোর জন্য বলা হয়ে থাকে। ক্লো’র কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওকে বুমার লেখা টি শার্ট ও ক্যাপের ছবিও অনেকে শেয়ার করে। -সিএনএন
×