ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরাদ্দ ৫০ কোটি টাকা

বাউফলে সাড়ে ১৬ কিমি সড়ক প্রশস্ত হবে কবে ?

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ অক্টোবর ২০১৯

 বাউফলে সাড়ে ১৬  কিমি সড়ক প্রশস্ত  হবে কবে ?

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ অক্টোবর ॥ ৫০ কোটি টাকা ব্যয়ে বাউফলের গোলাবাড়ি টু কালিশুরি ভায়া বরিশাল আন্তঃ আঞ্চলিক মহাড়কের সাড়ে ১৬ কিলোমিটার নির্মাণ কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সড়ক ও জনপথ বিভাগের আওতায় মেসার্স মাহফুজ খান এন্টারপ্রাইজের নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। কাজের অগ্রগতি হয়েছে ৫ ভাগ। কবে নাগাদ কাজটি শেষ হবে, তা নির্দিষ্ট করে সংশ্লিষ্টরা কেউ বলতে পারছেন না। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার উপজেলা, জেলা ও বিভাগের সঙ্গে জনগণের সহজে যাতায়াতের সুবিধার্থে বাউফলের গোলাবাড়ি থেকে বাকেরগঞ্জ সড়ক দিয়ে গোমা কাউয়ারচরের চরামদ্দি হয়ে বরিশাল পর্যন্ত সড়ক বর্ধিতকরণসহ পানি নিঃষ্কাশন প্রকল্প গ্রহণ করেন। সেই অনুযায়ী প্রথম পর্যায়ে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে বাউফল পৌর শহরের গোলাবাড়ি থেকে কালিশুরি কুমারখালি পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার সড়কের দুই পাশে ২ ফুট করে মোট ১৮ ফুট বর্ধিতকরণসহ পুনর্নির্মাণ কাজ শুরু হয়। আর এ জন্য বরাদ্দ দেয়া হয় ৫০ কোটি টাকা। সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান মাহফুজ খান ৩/৪ মাস আগে কেবল সড়কটির দুই পাশে কিছু অংশে মাটি কেটে বর্ধিতকরণের কাজ শুরু করেন এবং কাটা অংশে বালি ও খোয়া ফেলে রাখেন। এরপর পর সড়কটিতে আর কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে সড়কটি খানাখন্দে পরিণত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে দুর্ভোগের শিকার হচ্ছেন মদনপুরা, কালিশুরি, ধুলিয়া ও কেশবপুর চার ইউনিয়নের স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ। বর্তমানের গোলা বাড়ি থেকে নুরাইনপুর বাজার পর্যন্ত এই সড়কটি দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ রয়েছে। নাজিপুর ইউনিয়নের একটি বিকল্প সড়ক দিয়ে মানুষ যাতায়াত করছেন। কাজের অগ্রগতি ৫ ভাগের বেশি নয়। এ অবস্থায় চলতে থাকলেও আগামী এক বছরেও এই সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কোন সম্ভাবনা নেই। অপরদিকে সড়কটির গোলাবাড়ি অংশে দুই পাশ দখল করে বহুতল স্থাপনা নির্মাণ করায় সড়কটির সম্প্রাসারণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ঠিকাদার মাহফুজ খান বলেন, ‘সিডিউল অনুযায়ী সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। বর্ষার কারণে কাজের কিছুটা অসুবিধা হয়েছে ’। বরিশাল বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু এহতেশাম বলেন, সড়ক ও জনপথ বিভাগের আন্তঃমহাসড়কের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। কোন অনিয়ম প্রশ্রয় দেয়া হবেনা। বাঁশখালীতে বেহাল সড়ক নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের অভ্যন্তরীণ গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিটি সড়কেই খানাখন্দকে ভরে গেছে। বৃষ্টির পানিতে সড়কের খনাখন্দকগুলো কাদাযুক্ত হয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সব মিলিয়ে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। মঙ্গলবার সাবেক এমপি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরী সড়ক পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ কিঃমিঃ সড়কজুড়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ বিষয়ে শেখেরখিল ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াছিন বলেন, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরী সড়কটির কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঠিকাদার ওয়ার্ক অর্ডার পেলেই কাজ শুরু হবে বলে তিনি জানান। গ্রামীণ সড়কের বেহাল দশা সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি বছরের বাজেটে অনেকগুলো সড়কের কাজ শুরু করা হবে। প্রথমে বেশি খারাপ সড়কগুলো জরুরী ভিত্তিতে কাজ করা হবে।
×