ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বাল্যবিয়ে রোধে কন্যাশিশুদের প্রতিজ্ঞা

প্রকাশিত: ০৯:০২, ১২ অক্টোবর ২০১৯

 নীলফামারীতে বাল্যবিয়ে রোধে কন্যাশিশুদের প্রতিজ্ঞা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধসহ শত শত শিশু নিজেরাও বাল্যবিয়ে না করার প্রতিজ্ঞা করেছে। শুক্রবার বিকেলে নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে এই প্রতিজ্ঞা করেন শিশুরা। ব্যতিক্রমধর্মী এমন অনুষ্ঠানকে সকলকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার যমুনেশ্বরী শিশু ফোরামের সভাপতি পলাশ রায়। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামাণিক, সমাজসেবক শান্তি পদ রায়, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রভাষ রায়, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার রায় এবং ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুস। এর আগে একটি র‌্যালি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।
×