ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ছয়জন নিহত

প্রকাশিত: ১০:৪৩, ৯ অক্টোবর ২০১৯

সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ছয়জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। ফরিদপুরে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের সুপারভাইজার ৩ হেলপারসহ চারজন, ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধা এবং ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতের বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনাগুলোর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। জানা গেছে, ফরিদপুরে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের সুপারভাইজার ও হেলপারসহ চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১১টার দিকে জেলার নগরকান্দা উপজেলার চর যশোহরদী ইউনিয়নের নাগারদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। এ দুর্ঘটনায় নিহতরা হলেন ওই বাসের সুপারভাইজার ফরিদপুরের বোলালমারী উপজেলার আখলীপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে আসাদউজ্জামান (৪১), ওই বাসের হেলপার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামের জেনারউদ্দিন শেখের ছেলে সামাদ শেখ (৩৯) এবং ওই বাসের দুই যাত্রী বাগেরহাট জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের নাসির হাওলাদালের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) ও বাগেরহাটের কচুয়া উপজেলার ভাঙ্গারকুল গ্রামের লিটন শেখ (২৬)। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আশরাফ উদ্দিন আহমেদ জানান, গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা ঘটেছিল। ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের বাম পাশে একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লেগে বাসটি দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় লিটন ও ফিরোজা ঘটনাস্থলেই নিহত হন। বাসের হেলপার সামাদ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সুপারভাইজার আসাদউজ্জামান ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহতদের মধ্যে তিনজনের মৃতদেহ ভাঙ্গা হাইওয়ে থানা থেকে এবং অপরজনের মৃতদেহ ফরিদপুর কোতোয়ালি থানা থেকে তাদের আত্মীয়-স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ঠাকুরগাঁও ॥ জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী অটোরিক্সার ধাক্কায় বালাশ^ড়ি (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সদর থানার এসআই শাকিলা জানান, সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে এবং নিহত বৃদ্ধ লস্করা গ্রামের সুকুর বর্মণের স্ত্রী। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব আসপাডা অফিসের সামনে সোমবার রাত আটটায় রাস্তা পার হতে গিয়ে আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
×