ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমপিচমেন্ট তদন্ত নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প

প্রকাশিত: ১২:১২, ৪ অক্টোবর ২০১৯

ইমপিচমেন্ট তদন্ত নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে হোয়াইট হাউসের কাছ থেকে ইউক্রেন বিষয়ে নথিপত্র তলব করা হবে, কংগ্রেসনাল কমিটির ডেমোক্র্যাট প্রধানদের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ডেমোক্র্যাট নেতাদের কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি তিনি তাদের অসৎ ও রাষ্ট্রদ্রোহী বলেও অ্যাখ্যা দেন। বিবিসি। ডেমোক্র্যাটরা কংগ্রেসনাল কমিটি ইমপিচমেন্ট তদন্তের পক্ষে অবস্থান নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তা সম্পন্নের অঙ্গীকার করেছেন। কংগ্রেসের কমিটিগুলো হোয়াইট হাউসের কাছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ও সম্পর্কিত নথিপত্র চাইছে, যাকে কেন্দ্র করেই এখন তদন্ত ঘুরপাক খাচ্ছে। ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভøদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ফাঁস হওয়ার পর ওই হয়। ওই ফোনালাপে ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের দুর্নীতি তদন্তে জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন বলে পরে মার্কিন প্রশাসনের প্রকাশিত নথিতে দেখা গেছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে থাকা বাইডেন ও ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির হয়ে কাজ করা হান্টার সংক্রান্ত কোন অন্যায়ের তথ্য এখনও আলোর মুখ দেখেনি। ২৫ জুলাইয়ের ওই ফোনালাপের কয়েকদিন আগেই ট্রাম্প ইউক্রেনে ৪০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা আটকে দিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য প্রতিপক্ষকে ঘায়েল করে ব্যক্তিগত লাভ নিশ্চিত করতেই রিপাবলিকান প্রেসিডেন্ট এমনটা করেছিলেন বলে অভিযোগ সমালোচকদের। জেলেনস্কির সঙ্গে ফোনে বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তের বিষয়টি তোলার কথা স্বীকার করলেও দরকষাকষির জন্য সামরিক সহায়তা আটকে দেয়ার কথা ট্রাম্প অস্বীকার করেছেন। জুলাইয়ে আটকে দিলেও মার্কিন প্রশাসন পরে ওই সহায়তার অর্থ ছাড় করে। বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও ট্রাম্প বাইডেন ও তার ছেলেকে ‘ভয়াবহ দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছেন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান এ্যাডাম স্কিফকে ‘চতুর’ অ্যাখ্যা দিয়ে তার পদত্যাগ করা উচিত বলেও ট্রাম্প মন্তব্য করেছেন। সত্যিকার অর্থে, তাদের (কংগ্রেসনাল কমিটি) উচিত তার (স্কিফ) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ খতিয়ে দেখা, বলেছেন তিনি। হুইসেলব্লোয়ারের অভিযোগ লেখায় স্কিফ সহায়তা করেছিলেন, এমন ধারণার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও এ সংক্রান্ত কোন প্রমাণ দেননি তিনি।
×