ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের বাড়ি থেকে ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৯:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের বাড়ি থেকে ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৯ সেপ্টেম্বর ॥ ইয়াবার ছড়াছড়ি কমছে না। পৌঁছে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমদের চট্টগ্রামের পটিয়ার বাড়ি পর্যন্ত। অবশ্যই তিনি ওই বাড়িতে দীর্ঘদিন ধরে থাকেন না। পৌর সদরের ৮ নং ওয়ার্ডের মধ্যম গোবিন্দারখীল গ্রামের কামাল কোম্পানির বাড়ি থেকেই মোঃ এহাছান (৩২) নামের এক যুবককে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে কামাল কোম্পানি বাড়ির আবদুর রহমানের পুত্র। রবিবার ভোরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের একটি টিম যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেন। ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতারের পর কেন তাকে নিয়মিত মামলা দেয়া হয়নি? ফলে অভিযোগ উঠেছে প্রভাবশালীদের চাপে নিয়মিত মামলা না দিয়ে কৌশলে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে দ্রুত পাচার করে গোপনে এবং প্রকাশ্যে বিক্রি করছে। এতে জড়িয়ে পড়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে কিছু লেবাসধারী রাজনীতিক নেতাকর্মী। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাঝে মধ্যে অভিযান চালালেও কোনভাবে ইয়াবা পাচার ও ব্যবসা কমছে না। পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মধ্যম গোবিন্দারখীল গ্রামের কামাল কোম্পানি বাড়িতে ও আশপাশের এলাকায় ইয়াবা পাইকারি এবং খুচরা দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে। বিষয়টি নিশ্চিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমদ নিজেই। জামাল উদ্দিনের নির্দেশেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে এহাছানকে গ্রেফতার করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা জানান।
×