ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গুলি করে ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই, আহত ২

প্রকাশিত: ০৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 গাজীপুরে গুলি করে  ১৬ লক্ষাধিক টাকা  ছিনতাই,  আহত ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রবিবার গুলি ও মারধর করে এক ব্যবসায়ীর ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের মারধরে জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হয়েছে। আহত ব্যবসায়ী রতন ও স্থানীয়রা জানান, রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূবালী ব্যাংকের উদ্দেশে রওনা হন জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন। এ সময় তার সঙ্গে ওই প্রতিষ্ঠানের ৬ কর্মচারী ছিল। তারা হেঁটে অফিস থেকে কিছু দূর যাওয়ার পর (সিয়াম ফিলিং স্টেশনের কাছে) হঠাৎ পেছন থেকে ৫/৬ ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাদের মারধর করে। ছিনতাইকারীদের মারধরে ব্যবসায়ী রতন ও তার কর্মচারী সোহেল আহত হয়েছে। একপর্যায়ে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি করে কর্মচারী সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত জয়দেবপুরের দিকে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
×