ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে গ্রিন টি কারখানার উদ্বোধন

প্রকাশিত: ০৯:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

শ্রীমঙ্গলে গ্রিন টি কারখানার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বছরে প্রায় ৪০ হাজার কেজির লক্ষ্যমাত্রা নিয়ে গ্রিন টি কারখানা উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) নবনির্মিত গ্রিন টি কারখানার উদ্বোধন ঘোষণা করা হয়। সম্প্রতি ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর মোঃ আল মুস্তাইদুর রহমান। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর মোঃ আল মুস্তাইদুর রহমান পিএসসি সাংবাদিকদের বলেন, গ্রিন টি অত্যন্ত উপকারী একটি পানীয়। দিন দিন আমাদের দেশে এর জনপ্রিয় বাড়ছে। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে আমরা এই গ্রিন টি ফ্যাক্টরি নির্মাণ করেছি। এর প্রসেসিং ইউনিটের মাধ্যমে ঘণ্টায় প্রায় দুশো কেজি সবুজ চা পাতা ফিডিং (প্রক্রিয়াজাত) করা যাবে। সেই হিসেবে দৈনিক ৮ ঘণ্টা সবুজ চা পাতা ফিডিং করা হলে মোট ১৬শ’ কেজি প্রয়োজন হবে এবং দৈনিক উৎপাদিত গ্রিন টি’র পরিমাণ দাঁড়াবে প্রায় ৩২০ কেজি। আমাদের চা পাতার মান উন্নত হওয়ায় প্রতি কেজি গ্রিন টি’র মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সবুজ পাতার যোগান দেয়া সম্ভব হলে এই ফ্যাক্টরিতে বছরে প্রায় ৪০ হাজার কেজি গ্রিন টি উৎপাদন করা সম্ভব হবে।
×