ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামের কৃষক আব্বাস আলী হত্যা মামলায় পিতা-পুত্র ও তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলো-অষ্টগ্রাম উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাকন মিয়া, কাজল ও দুলু মিয়া। এদের মধ্যে মঞ্জু পলাতক রয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ভুঁইয়াপাড়া গ্রামের আব্বাস আলীর সঙ্গে আসামিদের জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্বাস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় আব্বাস আলী বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ওইদিন রাতে ১১ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, গৃহবধূ সখিনা হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনের মৃত্যুদ-াদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট নাটোর সদর উপজেলার লক্ষিপুর গ্রামের নিজ বাড়ি থেকে আফছার উদ্দিন তার অসুস্থ স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর নাম করে বাড়ি থেকে বের হন। এরপর ২৮ আগস্ট আফছার উদ্দিন একাকি বাড়িতে ফিরে আসে। কিন্তু তার সঙ্গে সখিনা ফিরে না আসায় বাড়ির লোকজনের চাপের মুখে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে সে। এ বিষয়ে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে আফছার উদ্দিনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে।
×