ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার ছেলে ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

আওয়ামী লীগ নেতার ছেলে ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদ গলি থেকে পলককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আমাদের কাছে তথ্য ছিল ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলক ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। এ অভিযোগের ভিত্তিতে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর পর নিশ্চিত হওয়ার পর রবিবার রাতে মক্কি মসজিদ এলাকার গলি থেকে তাকে আটক করা হয়। তিনি জানান, কাইল্লা পলাশ নামে এক সন্ত্রাসীর সহযোগী হিসেবে কাজ করতেন পলক। কাইল্লা পলাশ কারাগারে থাকায় পলক নিজেই একটি সন্ত্রাসী গ্রুপ তৈরির চেষ্টা করছিল। ইয়াবা বিক্রির বিষয়ে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। তার সহযোগী কারা কারা রয়েছে, সেটিও জানার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার পলককে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। লালবাগে তিন মাদক কারবারি গ্রেফতার ॥ রাজধানীর লালবাগে ৯২ ক্যান বিয়ার ও চার বোতল মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলো মোঃ আমিনুল ইসলাম (৩৪), মোঃ সোয়েব (৪০) ও রেজাউল করিম (৪০)। র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ আনিসুজ্জামান জানান, রবিবার গভীররাতে র‌্যাব-১০’র একটি দল রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
×