ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলিতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮ থেকে ৯ টাকা বাড়ল

প্রকাশিত: ০৯:৫৮, ২১ সেপ্টেম্বর ২০১৯

 হিলিতে পেঁয়াজের  দাম কেজিপ্রতি  ৮ থেকে ৯ টাকা বাড়ল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৮-৯ টাকা বেড়েছে। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৪৮-৫২ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়। আর পাইকারিতে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। বর্তমানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে। কয়েকদিন আগেও ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা এবং দেশী পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়েছিল। আগামী ২০-২৫ দিনের মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজ উঠতে শুরু করলে সরবরাহ বাড়ার সঙ্গে দাম কমে যাবে বলে জানান হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ। পেঁয়াজ সরবরাহকারী সবুজ হোসেন জানান, ভারত আমদানি মূল্য বাড়িয়ে দেয়ায় পেয়াজ আমদানি বর্তমানে তা কমে ১২-১৩ ট্রাকে দাঁড়িয়েছে। হিলির বাজারে পেঁয়াজ কিনতে আসা রমিজ উদ্দিন, সুফিয়ান, রাজ্জাকসহ আরও অনেকে বলেন, প্রতিদিন যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষদের পেঁয়াজ খাওয়া ছেড়ে দিতে হবে। বাজারে কোন নিয়ন্ত্রণ নেই। এমন অবস্থায় বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা উচিত।
×