ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৩ জন আটক

প্রকাশিত: ০৯:৪১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৩ জন আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির মিডিয়া সূত্র জানায়, শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর ৫০টি থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪০জনকে গ্রেফতার করা হয়। পর তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৩ গ্রাম হেরোইন ও ২ কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে বলে ডিএমপি মিডিয়া সূত্র জানায়। যাত্রাবাড়ীতে ইয়াবাসহ তিনজন আটক ॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৬ হাজার ২শ’ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নূরুল আমিন ওরফে মিজান (২১), মিজানুল হক ওরফে মিজান (২০) ও মোঃ এরশাদ (৩৫)। শনিবার ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শুক্রবার সন্ধ্যার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি-দক্ষিণ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।
×