ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

গত সপ্তাহে লেনদেন কমেছে ২৮৭ কোটি টাকা

প্রকাশিত: ০৯:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৯

গত সপ্তাহে লেনদেন কমেছে ২৮৭ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ২ কার্যদিবস সূচক বেড়েছে আর বাকি ২ কার্যদিবস কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ার চেয়ে কমেছে বেশি। সূচকের সঙ্গে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইতে সপ্তাহজুড়ে ২৮৭ কোটি টাকা লেনদেন কম হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সব সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৮৬ কোটি ১৮ লাখ ০২ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৮৭ কোটি ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা বা ১২.৫৫ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৩ কোটি ৩১ লাখ ০৭ হাজার ৫৫৪ টাকার। ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৫৯৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৫১০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৬ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৮৯ টাকা কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বা ১.২০ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫৬ পয়েন্ট এবং ১৭৩৭ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৬টির বা ১৮ শতাংশের, কমেছে ২৭৬টির বা ৭৮ শতাংশের এবং ১৩টির বা ৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১১০ কোটি ১১ লাখ ৫৭ হাজার ৫৮৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৮৮০ টাকার। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৪ কোটি ৮২ লাখ ৬ হাজার ৭০৬ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮১ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৭১ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ২১৮ পয়েন্ট বা ১.৬২ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৯ পয়েন্ট বা ১.৭১ শতাংশ এবং সিএসআই ১২ বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৯৫, ১৩ হাজার ১৬১, ১ হাজার ৯২ ও ৯৯১ পয়েন্টে। গত সপ্তাহে সিএসইতে মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ২৩২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।
×