ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ছবির গল্প

প্রকাশিত: ১৩:০৩, ১৩ সেপ্টেম্বর ২০১৯

ছবির গল্প

ব্লুটুথ প্রযুক্তির ইয়ারবাডস পথচলার পাশাপাশি ব্যায়ামের সময় ব্লুটুথ প্রযুক্তির ইয়ারবাডস কাজে লাগিয়ে গান শোনার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু দৌড়ানো বা দ্রুত নড়াচড়ার ব্যায়াম করার সময় কান থেকে খুলে যায় আকারে ছোট হেডফোনগুলো। বিষয়টি মাথায় রেখে রীতিমতো কানের আদলে ব্লুটুথ প্রযুক্তির ইয়ারবাডস তৈরি করেছে বিটস। ‘পাওয়ারবিটস প্রো’ মডেলের ইয়ারবাডস কাজে লাগিয়ে একটানা আট ঘণ্টারও বেশি সময় গান শোনা যায়। দাম পড়বে ২২০ পাউন্ড। সূত্র : ডেইলি মেইল
×