ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ

প্রকাশিত: ১০:১২, ৭ সেপ্টেম্বর ২০১৯

  আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ

বিশেষ প্রতিনিধি ॥ আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় তাঁর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এ যৌথসভায় রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে মহাজোটের শরিক, বর্তমানে বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টিকে কোন ধরনের ছাড় দেবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জাপার দুর্গ বলে খ্যাত এ আসনটি নিজেদের বিজয় নিশ্চিত করতে সেখানে দলের শক্ত প্রার্থীই দেবে তারা। সেটি আজকের যৌথসভাতেই চূড়ান্ত হবে। এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের জন্য ১৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। আজ শনিবার মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারের কেউ প্রার্থিতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্যে থেকেই প্রার্থী ঠিক করব। আওয়ামী লীগের দফতর সেল সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ। প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রবিবার নির্বাচন কমিশন রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের এ তারিখ ঘোষণা করে।
×