ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন জেলার ব্যাংক ডাকঘর ও সঞ্চয় কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশিত: ১১:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৯

 তিন জেলার ব্যাংক ডাকঘর ও সঞ্চয় কর্মকর্তাদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের নিশ্চয়তা দিতে ডাকঘর, বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার বগুড়া বাংলাদেশ ব্যাংক ভবনে অনলাইন ও ওয়েব ভিত্তিক সঞ্চয়পত্র বিক্রির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিল জাতীয় সঞ্চয় অধিদফতর ঢাকা। আয়োজন করে জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,বগুড়া। অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের আওতাধীন বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় অফিসের ৮৫ কর্মকর্তা। জাতীয় সঞ্চয় বিভাগীয় অফিস রাজশাহীর উপপরিচালক সারোয়ার হোসেন তুহিনের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদফতর, ঢাকার পরিচালক আবু তালেব, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ ও ডাক অধিদফতর ঢাকার সঞ্চয় ও বীমা পরিচালক ফরিদ আহমেদ। বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম স্বাগত বক্তব্যে বলেন, চলতি বছর জুলাই মাস থেকে স্কিমসমূহের বিক্রি ও মুনাফাভিত্তিক ওয়েব ও অনলাইন ম্যানেজমেন্ট কার্যক্রম শুরু করেছে। দেশজুড়ে নতুন সিস্টেম চালু হওয়ায় প্রশিক্ষণের গুরুত্ব বেড়েছে। বিশেষ অতিথি ফরিদ আহমেদ ডাকঘরকে সঞ্চয়ের প্রাচীন উল্লেখ করে সঞ্চয়ে ডাকঘরের গুরুত্ব তুলে ধরেন।
×