ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষতা উন্নয়নে পুরস্কার পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ২৯ আগস্ট ২০১৯

দক্ষতা উন্নয়নে পুরস্কার পেল বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেস্ট এ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) উদ্যোগে এবার রাশিয়ার কাজানে বাংলাদেশ থেকে দুজন প্রতিযোগী বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেস্ট অব নেশন এ্যাওয়ার্ড পেয়েছে। দুই প্রতিযোগী নাফিসা সাদাফ আঁচল ফ্যাশন ডিজাইনিংয়ে এবং তানজিম তাবাস্সুম ইসলাম কনফেকশনারি ও পেটিসেরিতে এ পুরস্কার অর্জন করেন। বিশ্বের ৬৩ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে আর্ন্তজাতিক দক্ষতা মান নির্বাচকদের প্রসংশা কুড়িয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের দক্ষতার মানকে সমাদৃত করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিযোগীদের উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। এছাড়া প্রতিনিধি দলের সদস্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নির্বাহী চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এনএসডিএ কার্যালয় থেকে বিষয়টি তদারকি করে বলে জানিয়েছে সংস্থাটি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান বলেন, বাংলাদেশের দু’জন প্রতিযোগীর রাশিয়ার কাজানে বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেয়া একটি ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, এনএসডিএ গঠনের মধ্যদিয়ে বাংলাদেশে দক্ষতা উন্নয়নের যে যাত্রা শরু হয়েছে তাকে বেগবান করতে রাশিয়ার কাজানে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দেন। কাজানে প্রতিযোগিতায় অংশগ্রহণ বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে মন্তব্য করেন।
×