ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার বিএনপির জন্য গণতান্ত্রিক স্পেস বলতে কিছু রাখেনি ॥ ফখরুল

প্রকাশিত: ১০:২৬, ২৬ আগস্ট ২০১৯

  সরকার বিএনপির  জন্য গণতান্ত্রিক  স্পেস বলতে  কিছু রাখেনি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার বিএনপির জন্য গণতান্ত্রিক স্পেস বলতে আর কিছু রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ এ স্মরণ সভার আয়োজন করে। তিনি আরও বলেন, দেশে এখনও ওয়ান-ইলেভেনের হাওয়া চলছে। ফখরুল বলেন, এ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। ২ বছর ধরে রোহিঙ্গারা এদেশে অবস্থান করছে। অথচ কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করে সরকার তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারছে না। যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে তখন খালেদা জিয়া লন্ডন থেকে বিবৃতি দিয়ে বলেছিলেন যারা মিয়ানমার থেকে বিতাড়িত হচ্ছে, তাদের আশ্রয় দিতে হবে। কিন্তু একই সঙ্গে তারা যেন সম্মান নিয়ে নাগরিকত্বসহ দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাও সরকারকে করতে হবে। দুই বছরের সরকার এতই ব্যর্থ হয়েছে যে, দিনক্ষণ ঠিক করেও সাড়ে ৩ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারল না। ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা রাজনীতিকে ধ্বংস করছে। ওয়ান-ইলেভেনে বিরাজনীতিকরণের যেই ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ধারাই এখনও চলছে। দেশে বিচার ব্যবস্থা বলতে কিছু নেই, ন্যায়নীতি বলতে কিছু নেই। দেশে চলছে অঘোষিত বাকশাল। এ অবস্থার অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে নামতে হবে।
×