ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৯:১২, ২৬ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। সূচক ও লেনদেনের পাশাপাশি এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১৪টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। বাকি দুটি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৯০ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ৯ কোটি ৯১ লাখ টাকা। বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৫৯ লাখ টাকার লেনদেনে হয়েছে। ১৫ কোটি ৯৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সিলকো ফার্মাসিউটিক্যাল। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যাল, কেডিএস লিমিটেড, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু সিরামিক, জেএমআই সিরিঞ্জ এবং বেক্সিমকো। এদিকে রবিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কেডিএস এক্সেসরিজের। জানা গেছে, গত বৃহস্পতিবার কেডিএস এক্সেসরিজের শেয়ার দর ছিল ৫৮.১০ টাকায়। রবিবার লেনদেন শেষে এর দর দাঁড়ায় ৬৩.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৮০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কেডিএস এক্সেসরিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইতে দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ৯.৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৮২ শতাংশ, সিলকো ফার্মার ৮.০১ শতাংশ, কেএ্যান্ডকিউয়ের ৭.৫১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.১৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.০৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৭৩ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৬১ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৫.২৯ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
×