ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে তিন ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৫, ২৬ আগস্ট ২০১৯

 রূপগঞ্জে তিন ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা থেকে র‌্যাব পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারী চক্রের মূলহোতা জয়নাল আবেদীনসহ তিন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। শনিবার রাতে র‌্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে র‌্যাবের সদস্য পরিচয়ে উৎকোচ আদায়ের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন ভুয়া র‌্যাব সদস্যের কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম পরিহিত এডিটিং করা ২টি ছবি, বাংলাদেশ র‌্যাব লেখা ও র‌্যাবের মনোগ্রাম সম্বলিত ১টি জ্যাকেট, র‌্যাব সদর দফতরের সিল ও অফিসারদের ভুয়া স্বাক্ষরিত সম্বলিত ৭টি নোটিস, র‌্যাবের সদর দফতরের গোয়েন্দা অফিসার, ডিউটি অফিসার ও তদন্তকারী অফিসার নামীয় ৪টি সিল, বিজিবির ১টি আইডি কার্ড, বিজিবির ইউনিফর্ম ১ সেট, ল্যাপটপ ১টি, প্রিন্টার ১টি, মোবাইল ১টি ও ১৪টি সিম জব্দ করা হয়। র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল কাজী শমসের উদ্দিন এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রামের উকিলপুর থানাধীন মাসতীবাড়ী দীঘর গ্রামের জয়নাল আবেদীন, গাজীপুর সদরের জান্দালিয়াপাড়া এলাকার নাজমুল হোসেন ও কিশোরগঞ্জের কটিয়াদি থানাধীন চরজাকারিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান।
×