ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনদিন শোধ হবে না ॥ ড. হারুন

প্রকাশিত: ১১:৫৬, ২১ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনদিন শোধ হবে না ॥ ড. হারুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনদিন শোধ হবে না। শোধ করা যাবেও না। কারণ জাতির পিতা যে ত্যাগ স্বীকার করেছেন, তা কারও পক্ষেই সম্ভব নয়। ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধুর বুকের যে তাজা রক্ত বাংলার জমিনে পড়েছে তার ঋণ কী করে আমরা শোধ করব? এটা কখনই সম্ভব নয়।’ তিনি বলেন, ‘মা যেমন তার সন্তানকে বুকে আগলে রাখেন। ঠিক তেমনি মাতৃত্বের অনুভূতি দিয়ে বঙ্গবন্ধু এই ভূখ-কে বুকে ধারণ করেছেন। যার কোন আত্মপরিচয় ছিল না, সেই জাতিকে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন।’ মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় উপাচার্য এ সব কথা বলেন। উপাচার্য বলেন, যারা স্বাধীনতার পরাজিত শক্তি। যারা বুঝে গিয়েছিল কোনদিন নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুকে পরাজিত করা সম্ভব নয়। বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় র‌্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধে কামাল হোসেন বাদশা (৩৩) নামে এক জলদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে র‌্যাব সূত্রে জানা গেছে। মঙ্গলবার ভোররাতে পেকুয়ার মগনামা শরৎঘোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। নিহত বাদশা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া টেকপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র। র‌্যাবের দাবি, নিহত বাদশা জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য। কেশবপুরে বিদ্যুত স্পৃষ্টে পোল্টি খামারির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২০ আগস্ট ॥ মঙ্গলবার সকালে বেগমপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাস (৪০) বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। জানা গেছে, সকালে নিজ খামারে লতিফ বিশ্বাস কাজ করার সময় বিদ্যুতের তার পায়ে জড়িয়ে স্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে কেশবপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×