ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশম্যাটিক লিডার’

প্রকাশিত: ১১:৫৩, ২১ আগস্ট ২০১৯

‘বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশম্যাটিক লিডার’

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করেছে নির্বাচন কমিশন। গত রবিবার এ উপলক্ষে কমিশন সচিবালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী আলোচনায় অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশম্যাটিক লিডার। ৭ মার্চের ভাষণে তিনি একাধারে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে যুদ্ধের নির্দেশনা দিয়েছেন। তিনি শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীই নন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। ইসি সচিব মোঃ আলমগীর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×