ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রস্তুত ভারত ॥ বিপিন রাওয়াত

প্রকাশিত: ১১:৩৬, ২১ আগস্ট ২০১৯

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রস্তুত ভারত ॥ বিপিন রাওয়াত

পাকিস্তানের উদ্দেশে কড়া হুমকি দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। মঙ্গলবার তিনি বলেছেন, শত্রুর (পাকিস্তানের) মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেয়ার জন্য তৈরি ভারতীয় সেনা। খবর এনডিটিভি অনলাইনের। ভারতের কেন্দ্রীয় সরকারকে বিপিন রাওয়াত জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসেবে পাকিস্তানকে আরও শিক্ষা দিতে চায় ভারত। বিপিন রাওয়াত বলেন, দরকারে বালাকোটের মতো পাকিস্তানের ভূখ-ে ফের জঙ্গীঘাঁটি ভাঙ্গতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান। উরি হামলার পর থেকে ১১ হাজার কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। ইতোমধ্যে তার ৯৫ শতাংশ এসে গেছে বাহিনীর হাতে। ভারতের কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করে বিপিন রাওয়াত জানান, দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেয়ার জন্য যে কোন সময় সব রকমভাবে তৈরি ভারতীয় সেনা।
×