ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীরের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই ॥ আফগান দূত

প্রকাশিত: ০৯:৩০, ২০ আগস্ট ২০১৯

 কাশ্মীরের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই ॥ আফগান দূত

কাশ্মীরে এখন যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। পাকিস্তানের পক্ষ থেকে কয়েকদিন আগে এমন মন্তব্য করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগান দূত রোয়া রহমানি। তিনি বলেছেন, ওই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অবাঞ্ছিত। ইন্ডিয়া টুডে। আফগান দূত বলেন, কিসের ভিত্তিতে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ওই মন্তব্য করলেন। তিনি বলেছিলেনন, কাশ্মীরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে আফগান শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। আমরা জানতে চাই, এই মন্তব্যের তাৎপর্য কি। রহমানির বক্তব্য, কাশ্মীর হলো ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। তিনি অভিযোগ করেন, পাকিস্তান চায়, আফগানিস্তানে যেন সহিংসতা না থামে। তিনি বলেন, আমার দেশ মনে করে, পাকিস্তান পরিকল্পিতভাবে আফগানিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুকে জুড়তে চায়। তারা চায় আফগানিস্তানে যেন শান্তি ফিরে না আসে। পাকিস্তানের বিরুদ্ধে পুরনো অভিযোগ রয়েছে যে তারা তালেবানকে সাহায্য করে। রহমানি সেই অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে পাকিস্তান পরোক্ষভাবে বোঝাতে চাইছে, তালেবানকে সাহায্য করা সঠিক কাজ। তারা তালেবান সম্পর্কে কোন নির্দিষ্ট অবস্থান নিতে চায় না। রহমানি বলেন, পাকিস্তান চায়, কাশ্মীরে এখন যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে হয়ত পশ্চিম সীমান্ত থেকে সেনা সরিয়ে তাদের কাশ্মীর সীমান্তে মোতায়েন করতে হবে। এই মন্তব্য বিভ্রান্তিকর। তারা মনে করে পশ্চিম সীমান্ত থেকে সেনা সরালে আফগানিস্তান তাদের বিপদের কারণ হয়ে উঠতে পারে। রহমানির বক্তব্য, আফগানিস্তান কখনই পাকিস্তানের কাছে বিপদের কারণ হয়ে ওঠেনি। পাক দূত সবাইকে ভুল বোঝাতে চাইছেন।
×