ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যাসিফিক ফোরামের জলবায়ু সঙ্কট নিয়ে আলোচনা ব্যর্থ

প্রকাশিত: ০৮:৪৪, ১৭ আগস্ট ২০১৯

 প্যাসিফিক ফোরামের জলবায়ু সঙ্কট নিয়ে আলোচনা ব্যর্থ

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সংস্থা প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে গুরুত্বপূর্ণ আলোচনা প্রায় ব্যর্থ হয়েছে। জলবায়ু পরিবর্তনের ওপর অস্ট্রেলিয়ার চূড়ান্ত অবস্থান নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন ও টুভালুর প্রধানমন্ত্রী এনেলে সোপোয়াগার মধ্যে তীব্র বিরোধিতায় আলোচনা প্রায় প- হয়ে যায়। ভানুয়াতুর পররাষ্ট্রমন্ত্রী র‌্যাল্ফ রিজেনভ্যানু বলেছেন, কয়লা ব্যবহারের উল্লেখ অপসারণ বিষয়ে অস্ট্রেলীয় প্রতিনিধি দলের অতি আগ্রহ, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ সেন্টিগ্রেডের নিচে সীমিতকরণের লক্ষ্যমাত্রা স্থির ও ২০৫০ সালের মধ্যে শূন্য নির্গমনের জন্য একটি কৌশল ঘোষণার ব্যাপারে উত্তপ্ত আলোচনা হয়েছে। রিজেনভ্যানু ফোরাম ইশতেহার খসড়া কমিটির দায়িত্বে ছিলেন এবং নেতৃবৃন্দের অনীহা পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, আলোচনা প্রায় খোলামেলা ও তীব্র উত্তেজনাপূর্ণ হয়েছে এবং আলোচকদের অত্যন্ত কঠোর অবস্থানে দেখা গেছে। রিজেনভ্যানু বলেন, আলোচনা দুবার প্রায় ভেঙ্গে গেছে। নেতারা বলেছেন, তা হতে যাচ্ছে না। আমরা কোন যৌথ সিদ্ধান্ত নিতে যাচ্ছি না। তিনি বলেন, নেতৃবৃন্দকে কার্যধারা থেকে একটি বিরতি নিতে হয়েছে। আলোচনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৯টায় এবং অব্যাহত থেকেছে প্রায় ১২ ঘণ্টা। রিজেনভ্যানু বলেন, আলোচনা এত দীর্ঘ সময় ধরে চলেছে মতানৈক্যের কারণে। নেতৃবৃন্দকে বিকেলে নির্ধারিত বৈঠকগুলো ও সংবাদ সম্মেলন বাতিল করতে হয়েছে। টুভালুর একটি সম্প্রদায় আয়োজিত নির্ধারিত সান্ধ্যভোজ হয়েছে ঐতিহ্যগত নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে। কিন্তু ভোজসভা শুরু হয়েছে নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়া। জলবায়ু পরিবর্তনের ওপর অস্ট্রেলিয়ার অবস্থান অন্তত কিছুটা পরিবর্তনে দেশটির অস্বীকৃতির কারণে দুবার আলোচনা ভেঙ্গে গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে রিজেনভ্যানু বলেন, এ ধারণা ভুল নয়। তিনি বলেন, সোপোয়াগা বেশিরভাগ দায়ী। তিনি অস্ট্রেলিয়ার বিরোধিতায় ছিলেন। শুক্রবার ভোরে মরিসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোপোয়াগা বলেন, তিনি অচলাবস্থার সময় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি আপনার অর্থনীতি, অস্ট্রেলিয়ায় আপনার পরিস্থিতি সুরক্ষার জন্য উদ্বিগ্ন এবং আমি টুভালুতে আমার জনগণকে রক্ষার জন্য উদ্বিগ্ন। একইভাবে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর অন্য নেতাদেরও এ উদ্বেগ রয়েছে। -ডন
×